Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
The newly appointed Director General (Additional Secretary) of the Directorate of Archeology visited Bagerhat, the historical mosque town.
Details

গত ১৯.০১.২০২৪ খ্রিঃ ও ২০.০১.২০২৪ খ্রিঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সাবিনা আলম মহোদয়  ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, ঘোড়াদিঘী, খানজাহান (রঃ) মাজার ও খাঞ্জালি দিঘী, ঐতিহাসিক কোদলা মঠ, ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের অন্যান্য পুরাকীর্তিসহ বাগেরহাট জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাগেরহাট জাদুঘরের মন্তব্য বহিতে মহোদয়ের মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং অনুবিভাগের যুগ্মসচিব জনাব বদরে মুনির ফেরদৌস মহোদয়সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নসম্পদ ও সংরক্ষণ শাখার উপপরিচালক জনাব মোঃ আমিরুজ্জামান, প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ জনাব মোঃ লিয়াকত আলী, সহকারী পরিচালক (প্রশাসন) জনাব তানিয়া সুলতানা, সহকারী প্রকৌশলী জনাব মোঃ খলিলুর রহমান তালুকদার, সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) জনাব হাসিবুল হাসান সুমিসহ অধিদপ্তরের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মহাপরিচালক মহোদয়সহ সকল সফর সঙ্গীদের ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজ আল আসাদ মহোদয় এবং খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক জনাব লাভলী ইয়াসমিন মহোদয়, খুলনা ও বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান জনাব মোঃ যায়েদ। ক্যাম্পাস পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে মহাপরিচালক মহোদয় সকল স্তরের কর্মচারিদের ধন্যবাদ দেন এবং প্রতিটি কাজকে নিজের মনে করে আন্তরিকতার সাথে সম্পন্ন করার জন্য নিদের্শনা প্রদান করেন।

Attachments
Publish Date
20/01/2024
Archieve Date
21/01/2025