এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আঞ্চলিক পরিচালক, খুলনার পত্র নং-43.23.4785.000.18.002.19.1016 খুলনা, তারিখ: 17.10.2022 খ্রি: মোতাবেক স্টোরে রক্ষিত (টিওএন্ডইভুক্ত) অকেজো মালামাল একদিনের প্রকাশ্য নিলাম ডাকে বিক্রয়ের লক্ষ্যে প্রকাশ্য নিলাম ডাকে নিম্নরূপ তালিকা মোতাবেক আগামী 09.01.2023 খ্রি: রোজ সোমবার, বেলা 11.00 ঘটিকার সময় কাস্টোডিয়ানের কার্যালয়, বাগেরহাট জাদুঘর, বাগেরহাটের সম্মুখে নিম্নেবর্ণিত শর্ত সাপেক্ষে একদিনে প্রকাশ্য নিলামে বিক্রয় করা হবে। উক্ত প্রকাশ্য নিলাম ডাকে বিধিমোতাবেক ব্যক্তি/প্রতিষ্ঠানকে অংশগ্রহণের জন্য আহবান করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস