Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাগেরহাটের বিশ্বঐতিহ্য

খান-উল-আযম উলুঘ খান-ই-জাহান ইসলামের সাধক ও এক মহাপুরুষ আনুমানিক-১৪৫৯খ্রিষ্টাব্দের পূর্বে অর্থাৎ সুলতানী আমলে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ বিশঐতিহ্যের তালিকাভুক্ত মসজিদসমূহ নির্মাণ করেন। খানজাহান আমলে নির্মিত ইসলামী স্থাপত্য-রীতির মসজিদসমূহ ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ইউনেস্কো ১৯৮৫ সালে বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে ঘোষণা করেন। যা ৩২১তম বিশ্বঐতিহ্যের তালিকাভুক্ত। মসজিদ সমূহ: ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, বিবিবেগনী মসজিদ, চুনাখোলা মসজিদ, নয়গম্বুজ মসজিদ, জিন্দাপীরের মসজিদ, রণবিজয়পুর মসজিদ, রেজাখোদা মসজিদ, সিঙ্গাইর মসজিদ ও মাজার সংলগ্ন একগম্বুজ মসজিদ।