Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্ষিক উদ্ভাবন কর্ম-পরিকল্পনা

 

 

ক্রঃ নং

কর্মসূচির বিবরণ

বিস্তারিত কার্যক্রম

বাস্তবায়ন সহযোগী দপ্তর/সংস্থা

মন্তব্য

  1.  

প্রস্তাবিত বঙ্গবন্ধু শিশু কোন/কর্ণার স্থাপন

***বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর পরিদর্শন করতে আসা বিপুল সংখ্যক শিশু দর্শনার্থীদের মাঝে বিনোদনের সুযোগ সৃষ্টি করে ঐতিহ্য মনস্কতা সৃষ্টির পাশাপাশি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা প্রদানের উদ্দেশ্যে একটি বঙ্গবন্ধু শিশু কোন/কর্ণার স্থাপন।

 

*** শিশু কর্ণারটি শিশুদের উপযোগি ও আকর্ষণীয় খেলনা দ্বারা সজ্জ্বিত করা হবে।

 

**বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য ঘটনা তথ্য ও আলোকচিত্র  (ছয়দফা, 7মার্চ, 15 আগস্ট ইত্যাদি) নিয়ে ইন্টারএ্যাকটিভ ডিসপ্লে পদ্ধতির মাধ্যমে শিশুদের উপযোগি করে উপস্থাপন করা।

 

**শিশুদের মানস গঠনে ঐতিহ্য মনস্কতা সৃষ্টি।

 

**হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে কোমলমতি শিশুদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব প্রতিফলিত করা।

 

**প্রস্তাবিত শিশুকর্ণারটি হবে শিশু পর্যটকদের জন্য একটি থিমপার্ক।

বাগেরহাট জাদুঘর

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট পরিদর্শনে আসা পর্যটকদের একটি উল্লেখযোগ্যাংশই হচ্ছে শিশু। সঙ্গত কারণেই কোমলমতি শিশুদের পক্ষে জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে শিশুরা কদাচিৎ আনন্দ উপভোগ করে থাকে। সুতরাং নিরস প্রত্নস্থলে শিশুবান্ধব নির্মল চিত্ত-বিনোদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ সাধনের পাশাপাশি বঙ্গবন্ধু অনুরাগী ইতিহাস ঐতিহ্য সচেতন ভবিষ্যত প্রজন্ম সৃষ্টি করা।